এ জন্ম-তো,
পিচ-ঢালা পথ রাজধানীতে;
পরের জন্মে
হাঁটবো না হয়- দুজন মিলে
নগ্ন পায়ে!


বৃষ্টি নিষিক্ত-
কর্দমাক্ত;
বিচ্ছিন্ন_ কোন নির্বাসিত_
অচিন পথে-
পথ হারিয়ে ।


রাখবে তুমি, তখন আমায়-
তোমার পাশ?
অনেক; অনেক ভালবেসে ?


তখন
আমরা না হয়-
নীল আকাশের, উরেবেরান
দুরন্তপানায় মাতাল হওয়া
আমরণ প্রেমে বন্দি হওয়া
কুচ-কুচে কালো
দাঁড়কাক হব!