উপলদ্ধি ১
শপথ


আলো বলে আঁধারকে কেন এত কালো,
চারিদিকে ঝলমল আমি কত ভালো।
ঈশ্বরের ছায়া রুপ পথিকের দিশা,
সৃষ্টি জগতে সকল প্রাণে খুঁজে আশা।
আঁধার ডাকে আলোকে শুন বলি ভাই,
অহঙ্কারে তুমি কেনো করিলা বড়াই?
আমার অবর্তমানে তুমি জ্বালো আলো,
অস্হায়ী থাকবে তুমি ক্ষমতা কি বলো।


আলো আঁধারের দন্ধ চলে কতক্ষণ,
আঁধার এসে ঘিরিলে আলোর মরণ।
আলোর উপস্থিতিতে আঁধার পালায়,
নির্ধারিত কাল ধরে মেতেছে খেলায়।
বিশ্বব্যাপী দিবানিশি হয়না স্বায়ীত্ব,
অন্ধজনে উপলদ্ধি কোথায় অস্থিত্ব।