জীবনের খেলাঘরে পৃথিবীর বুকে,
পাশাপাশি ধরণীতে ছিলে স্বর্গলোকে।
আদম হাওয়া ভবে এল যবে থেকে,
তুমি ছিলে সাথে সাথে ধ্যানে জ্ঞানে বুকে।
আমারি চোখের কোণে নয়ন তারাতে,
জনতার ভিড়ো কভু পারিনি হারাতে।
এই দেহে আত্মা তুমি মন প্রাণ জুড়ে,
নিঃশ্বাসে মিশে ছিলে যুগ যুগ ধরে।


প্রেমের পুজারী আমি  দেবতার কাছে,
ইহকাল পরকাল উপাসনা মিছে।
মরণের পরে গিয়ে করিব সন্ধান,
পরপারে সহচর হাশর মিযান।
যে মাটি দিয়ে বিধাতা গড়েছে আমায়,
তুমি ছিলে সে মাটিতে প্রেম সাধনায়।