সুন্দর সন্ধ্যায়
শপথ


সূর্য্যদেব কোন দেশে আড়ালে লুকায়,
রজণীর আগমনে দিবস পালায়,
প্রকৃতির কোলাহল আঁধারে হারায়,
গোধূলী লগ্নে সন্ধ্যার প্রদীপ জ্বালায়।
আকাশের পাখিগুলি নীড়ে যায় ফিরে,
নদীর বুকে সাম্পান তীরের সন্ধানে,
গৃহিণীর কাজ কর্ম সমাপ্তি উঠানে,
কৃষকেরা মাঠ ছেড়ে বাড়ি আসে ধীরে।


সাঁঝের প্রদীপ হাতে তুলসী তলায়,
লাজে ভয়ে অভিষারে চুপচাপ একা,
প্রতিদিন সন্ধ্যাক্ষণে অপেক্ষায় থাকা,
চাতকের ন্যায় তুমি অতৃপ্ত আশায়।
নিভু নিভু দ্বীপ জ্বালা আবছা আঁধার,
সুন্দর সন্ধ্যায় এই গান উপহার।।