স্রষ্টার পরিচয়
   শপথ


আল্লাহ, ঈশ্বর, হরি,    প্রভু, ভগবান,
হিন্দু, বৌদ্ধু ,খৃষ্ট, ভবে -  কে মুসলমান?
কত জনে কত নামে,  করে আহব্বান,
মুখস্ত এ গান ছাড়া,    কে ডাকে মহান?
জানে কি আসল নাম?    সত্য পরিচয়?
সর্ব শাস্ত্রে স্রষ্টা আছে,   জানিবে নিশ্চয়।
বাইবেল, গীতা ,বেদ,   আল কুরআন,
ধর্ম নিয়ে মূর্খ করে,   তর্কে ব্যবধান।


ভিন্ন কি? আল্লাহ, হরি ,  শুন ব্রম্মচারী,
ঈশ্বর ,প্রভু কে ডাক ?   কত নাম ধরি?
দেখবে বাসনা মনে,   হয় যদি কভু ,
আপন হৃদয় মাঝে,   খুজে দেখ প্রভু।
নিরাকার রুপ করে,   আকার ধারণ,
আশেক মাশেকে প্রেম , আত্মার বন্ধন।