স্মৃতি স্বরণে
শপথ


জন্ম আমার পল্লীতে ছোট্ট এক গ্রাম,
শৈশব কৈশরে ছিল যৌবনে হারাই,
কর্মের সন্ধানে আজ প্রবাসে পালাই,
বার্ধক্যে আবার যদি সুযোগ পেতাম।
মায়ের কোলে ফিরিতে বড় স্বাধ জাগে,
হৃদয় বড় নির্মম কঠিন পাষাণ,
দিবানিশি হাহাকার ছটফটে প্রাণ,
বিদেশে পাড়ি দিলাম মহিমার ত্যাগে।


আদর স্নেহের ঘ্রাণ ভালবাসা ফেলে,
মায়া মমতার সেতু আত্মীয় স্বজন,
প্রতিবেশীর সম্পর্ক নিবিড় বন্ধন,
সময়ের ব্যবদানে সবকিছু ভুলে।
বুকের কষ্ট যাতণা বেদনার ছলে,
স্মৃতি স্বরণে নয়ন ভাসে অশ্রু জলে।