সর্বনাশী মন
শপথ


গুমরে গুমরে কাঁদে ইচ্ছেগুলো আজ,
আমার চরম শত্রু বুকের ভিতর,
উদাসী পাগল যেন মনের শহর,
ধুমরে মুচরে ভাঙ্গা একমাত্র কাজ।
পৃথিবী ভ্রমণে ব্রত ছুটে দিবা নিশি,
অবান্তর ভাবনাতে অদৃশ্য অনল,
অসম্ভব বাস্তবতা কষ্টের অতল,
হতাশার কর্মকান্ডে এক সর্বনাশী।


মনের স্বাধীণতায় পরাধীন আমি,
চক্ষু কর্ণ হস্ত পদ বন্দি কারাগারে,
হুকুম তামিলে সাজা আমার অন্তরে,
দৈর্ঘ্য প্রস্থহীন মন জগতের দামী।
ব্যর্থতায় পরাজীত জ্ঞানহীন অন্ধ,
কল্পনাতে চায় সবি মনের আনন্দ।