সভ্যতার রণাঙ্গণ
শপথ


সভ্যতার ফুল ফুটে শিক্ষা প্রতিষ্ঠানে,
চরিত্রের কর্মকার মানব জীবনে।
সুশীল সমাজ জাতি গড়ে বিদ্যালয়,  
জ্ঞানের মশাল জ্বেলে হয় সূর্যোদয়।
মানবতার শিকড় গাঁথা পটভুমি ,
সততা আদর্শনীতি প্রান্ত সীমাভূমি।
বিশ্ব মায়ের বুকের কথা শব্দ ধ্বনি,
জন্মে কবি সাহিত্যক কত জ্ঞানী গুণী।


শিশু কিশোর অজস্র যুবক যুবতি,
নিরাপত্তাহীন কেন কপালে দুর্গতি।
বিদ্যালয়ে ছাত্র ছাত্রী নেই নিরাপদে,
নিষ্পাপ প্রাণ বিনাশ ঘাতকের হাতে।
সন্ত্রাসীদের আস্তানা কেন শিক্ষাঙ্গনে,
রণাঙ্গন মঞ্চ আজ বোমা বিস্ফোরণে।