স্মৃতির পাতা
শপথ


মেঠো পথ ধরে গাঁয়ে উত্তর দক্ষিন,
পূর্ব পশ্চিমে ভ্রমণ করিতাম সুখে,
পদে পদে প্রতিবেশী শাসণের চোখে,
শৈশব কৈশর কাটে সম্পূর্ণ রঙ্গিন।
যৌবনের পদার্পণে জীবনের ডাক,
স্বপ্ন আশা ভালবাসা অস্থিত্বের খুঁজে,
বেঁচে থাকার লড়াই সুখ দুখ বুঝে,
ভাল মন্দ কর্ম কান্ডে কেবল অবাক।


লোভ লালসা লুকানো মনের আড়ালে,
অন্যায় পাপের পথে অজানা পথিক,
হালাল হারাম বোধে পার্থক্য সঠিক,
অপকর্মে লিপ্ত সদা স্বার্থের শিকলে।
এ বিবেক বিসর্জন মিথ্যা ক্ষমতার,
শৈশব স্মৃতির পাতা খুঁজি বার বার।