স্বার্থের জগত
শপথ


বিধাতার শ্রেষ্ট দান         সন্তান সবার,
ধরণীর বুকে থাকে        জন্ম অধিকার।
আপন সন্তান বিনা     কভু কোন মাকে ,
করাইতে দুগ্ধপান       অন্য সন্তানকে।
ক্ষুধা পেলে দিল বাবা  নিজ অন্ন যাকে,
ক্ষুধার্ত কত সন্তান      অনাহারী দেখে।
অধিকার ও কর্তব্য      কাল মহাকাল,
পালনে ব্যঘাত ঘটে     স্বার্থের দেয়াল।


পিতা মাতা ভাই বোন  স্বার্থের আবেগ,
তালাবদ্ধ হয়ে যায়      জাগ্রত বিবেক।
আপন স্বার্থে জগতে    ভুলে প্রিয়জন,
স্বার্থের শিকলে বন্ধি      মানব জীবন।
মানব হৃদয় এক         আজব অদ্ভুত,
ক্রোধ লোভ লুকায়িত   স্বার্থের জগত।