🎁সাধন ভজন🎁
   শপথ


আকর্ষনে দুষ্ট দমন,  করো তারে ধরি,
আমানতে কভু যেন,   হয় নারে চুরি।
কর রে আত্মসাধন,  হাতে কেন মালা?
অতি নির্জনে দয়াল  বসে দেখে খেলা।
মন কেবল করলো ,   শুধু ইতরপনা,
নয়ন থাকিতে সদা  ,   তুই কেন কানা?
দিলের কাবা মন্দিরে   ,  নিরাকার নূরী,
পরম আনন্দ পাবি  ,   সেই রুপ হেরি।


রুপে সমাজের কাজী,   কর্মে তুই পাঁজি,
মুখোশধারী সাধক। ,   পাবি প্রভু খুজি?
অন্তরে দুষ্ট মদন  ,    রয়েছে গোপন,
নিজ কর্মে খুজে নিবি      অমূল্য রতন,
নিরাকার মাওলার       হৃদয়ে আসন,
ভ্রান্ত এ মন জানেনা     সাধন ভজন।