স্বার্থের বিনিময়
শপথ


জ্বলে জ্বলে দ্বীপশিখা নিজেকে পুড়ায়,
অন্ধকারে আলোকিত মশাল জ্বালায়।
নিখিলে কত সৃষ্টির উপকার করে,
মাটির প্রদ্বীপ বল স্বার্থ কোন তরে।
আপনাকে পুড়ে ধুপ সুগন্ধি বিলায়,
উপাসনা আরাধনা পূজা অর্চণায়।
পুজারীর প্রতিদান দেবীর কৃপায়,
বিনিময়ে ধুপ বল স্বার্থের কি পায়।


আপন স্বার্থে কেবল প্রতিদান আশা,
ছলনার মায়াজালে মিথ্যা ভালবাসা।
ত্যাগের মহিমা কভু করেনি স্বরণ,
ভোগের নেশা উম্মাদ চাহিদা দ্বিগুণ।
কল্যাণ সাধনে যদি বিসর্জন হয়,
স্বার্থক জীবন ভবে স্বার্থ বিনিময়।