রুপের মাধুরী
শপথ


গড়েছে বিধাতা বুঝি চন্দ্র তারা দিয়ে,
লাখো বছর সময়ে কত যত্ন নিয়ে।
মানবী কি পরি তুমি ভাবনাতে মন,
অপরুপা রুপবতী তীলক চন্দণ।
কবিতায় লিখেছিল স্বপ্নে কোন কবি,
চিত্রশিল্পী মাধুরীতে কল্পনার ছবি।
সোঁনা মাখা জ্যোতি অঙ্গে রুপের কুমারী,
স্বপ্নে দেখা রাজকন্যা স্বর্গের অপ্সরী।


পূর্ণ চন্দ্রিমায় যেন গ্রহণ লাগেনা,
রুপের ঝলক দেখে পলক পড়েনা।
বিধাতার হাতে তুমি অপরুপ সৃষ্টি,
সাহারা মরুর বুকে ফুলঝরা বৃষ্টি।
অঙ্গ জুড়ে ফাগুনের কৃষ্ণাচুঁড়া লাল,
রুপের মাধুরী ভরা ভাবি চিরকাল।