আমি কোন নারী নই তোকে ভালোবেসে,
শান্তি সুখে নীড় বেধে স্বপ্ন দেখি একা,
মনে প্রাণে প্রেম প্রীতি নিত্য দেয় ধোকা,
চিত্ত জুড়ে তুই কেন নেই অবিশ্বাসে।
আমি কোন পিতা নই দায়িত্ব পালনে,
স্নেহ মায়া দিব কত সোহাগে আদরে,
ক্ষুধা তৃষ্ণা নিবারণে থাকি অনাহারে,
মাতা নই গর্ভে ধরে আনিতে ভূবনে।


নি:শ্বাসে করে স্বরণ অবিরাম ডাকি,
নিত্য পাশে ছায়াসঙ্গী হাসি মুখ খানি,
আমার অন্তরে শুধু প্রিয় বন্ধু জানি ,
দু:খ কষ্ট মুছে দিতে তুই দিস ফাকি।
আনন্দের লীলা খেলা তোর ইচ্ছে মত,
তোর জন্য আজ আমি লাঞ্ছিত বঞ্চিত।