স্রষ্টার সুন্দর সৃষ্টি শ্রেষ্ট ইনসান,
জগতে পাঠালো সঙ্গে শত্রু শয়তান।
মানব দিল কাবাতে দিয়ে যাচ্ছে ধোকা,
প্রভু তুমি মহাজ্ঞানী ইনসান বোকা।
ইবলিশকে কেন যে অধিকার দিলে,
কুমন্ত্রণায় মানুষ শুধু পথ ভুলে।
আপন হাতে বানিয়ে পবিত্র কুটির,
হয়না ইচ্ছা তোমার কেন বসতির।


ভাল মন্দ ন্যায় নীতি পাপ পূণ্য জ্ঞানে,
কে প্রভু কে শয়তান মানুষ কি জানে।
ভালবাসো অপরাধী সৃষ্টি যে তোমার,
তুমি যদি ভিন্ন ভাব কলঙ্ক আমার।
ইনসানে শয়তান রয়েছে গোপনে,
প্রভু তুমি ক্ষমা কর রহমত গুনে।