প্রতীক্ষার প্রহর
   শপথ


দিবা নিশি ভাবি বসে      প্রতিটি প্রহর,
বিরহ অনলে পুড়ে          বুকের শহর।
আনমনে নির্জনে কে?       হৃদয় গগণে,
লজ্জাবতী স্পর্শ যেন     লুকায় গোপনে।
বিরহী ময়ুরী একা       পেখম না মেলে,
নুপুর কোমল পায়ে      নৃত্যে ছন্দ তালে।
হৃদয় অঙ্গনে বাজে         বেদনার বাঁশি,
আত্মভোলা হয়ে থাকি      উতলা উদাসী।


চৈত্রের খড়া শীতল          ঘন বারিধারা,
সজীব সতেজ প্রাণ          উত্তপ্ত সাহারা।
প্রকৃতির কলরবে             কুসুম উদ্যান,
পাথরে ফুটিল ফুল           সুভাষিত ঘ্রাণ।
অপেক্ষার ধ্যানে ডাকি      আসে যদি কভু,
প্রতীক্ষার প্রহর যে            শেষ নেই তবু।