পুতুলের জীবন
শপথ


আগুন পানি বাতাস       নুরের মিশ্রণ,
মাটির এক পুতুল        করেছে সৃজন।
পুতুলকে দিল স্রষ্টা       চলতে দুই পা,
কোন পথে হাটবে সে জানেনা সে কথা।
দেখিতে কত সুন্দর          দুইটি নয়ন,
সাদা কালো ভালো মন্দ    রঙিন স্বপন।
ধরিবার হস্তদ্বয়             দিয়েছেন প্রভু,
ন্যায় অন্যায় ভাবেনি       সৎকাজ কভু।


শুনিতে কর্ণযুগল           বিধাতার দান,
আল্লাহ নবীর গান       শুনেছে কি কান?
অদ্ভুত জীবন এক           পুতুলের দম,
নিঃশ্বাসে বাঁচা মরা           চলে হরদম।
মহাজন বিধাতার             পুঁজি মূলধন,
পুতুলের মালিকানা           জীবন মরণ।