পুতুলের খেলা
শপথ


কত সুন্দর পুতুল           সৃজিলেন প্রভু,
আপন সত্ত্বার রুপ          লুকায়িত তবু।
মাঠ বানিয়ে খেলতে      দিলে যে কাকে?
ষড়রিপু কুমন্ত্রণা           খেলছে বল কে?
মানব হৃদয়ে প্রভু            ঘরখানা কার?
পুতুল নাচের ইচ্ছা          জানি বিধাতার।
কি সুন্দর খেলে এক          মানব পুতুল,
বিধি বসে ধরে শুধু ধরে     পুতুলের ভুল।


তালাবদ্ধ ঘরে দিলো       কার মালিকানা,
চাবি ছাড়া খুলবে কে?      করে প্রতারণা।
মনের ঘরে বসত             যদি হত প্রভু,
ইবলিশ শয়তান             থাকত কি কভু?
যেমনে খুশি নাচায়           বানিয়ে মানুষ,
সব কিছু স্রষ্ট্রা করে          পুতুলের দোষ।