✋নারী সম্মান✋
    শপথ


প্রতিদিনি লান্ছিতা হয়, ধর্ষিতা হয় কত নারী?
আজকে আমার মা বোন, কাল হবে তোমারী।
যৌতুকে নির্যাতনের বিচার, পায়নি আদালতে,
অবশেষে জীবন দিল, বিষে কিংবা ফাঁসিতে।
স্কুল, কলেজ, কর্মস্হলে করতে নারী গমন,
ভাল পথে চলতে গেলে হচ্ছে এসিড দহন।
কেউ বুঝেনা নারীর ব্যথা, শুনেনা কেউ ক্রন্দন,
নারী মুক্তির জন্য পুরুষ, করবে আন্দোলন।


নারী পুরুষ সমজোতায়, সুন্দর মানব জীবন,
বিধাতা দিয়েছে বিধান, সম্পর্কে পবিত্র বন্ধন।
নারী ছাড়া, কোন সমাজে পুরুষ করছে বাস?
নারীর বুকে থাকবে কেন? চির দুঃখ, দীর্ঘশ্বাস।
বিশ্ব নারী দিবসে আজ, থাকবে শুধু আহব্বান,
নারী জাতী জীবন সঙ্গী, পুরুষ তুলবে শ্লোগান।
মর্যাদায় মাথা উঁচুতে, সমাজের যোগ্য আসনে,
পুরুষকেই দায়িত্ব নিতে হবে, সেই মহান স্হানে।


আল্লাহর নিকট জবাবদিহি, করবে হাশরের দিনে,
পিতা হিসাবে, স্বামী হিসাবে পুরুষ, প্রতিটি সন্তানে।
সাবধান সেই সকল নারী, আহব্বান মধুর সুরে,
নিজের অস্তিত্ব সতীত্ব, যারা বিলায় হাট বাজারে।
পণ্য দ্রব্যের মত, নিজেকে যে বেচা কেনা করে,
দেহ যাদের সস্তা ভেবে, অবৈধ সন্তান গর্ভে ধরে।
তোমরা নারী ভাল হলেই, পুরুষে দিবে সম্মান,
স্বচরিত্রের আদর্শ মহিমায়, নারী জগতে মহান।