পালাবে কোথায় বল যাবে কোন দেশে?
যখন বাঁধিবে কষে আজ্রাঈল এসে।
প্রাণ পাখি কেড়ে নিবে প্রভুর আদেশে,
জীবন বাঁচাতে ভবে থাকবে কে পাশে?
পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন,
আছে কি কারো ক্ষমতা রুখবে মরণ?
ওযর আপত্তি যত হইবে বিফল,
অনুরোধ অবরোধ করবে কে বল?


মালাকুত মউতের ভয়ঙ্কর রুপ,
প্রলয় ধ্বংস লীলা পেরেশানে চুপ।
দিয়েছে জীবন বিধি নির্ধারণ করে,
অবধারিত মরণে অসাড় নিথরে।
মৃত্যুর স্বাধ গ্রহণ প্রতিটি জীবের ,
পালাবার কোন পথ নেই মানুষের।