অভিশপ্ত প্রসাদ
শপথ


কত যত্নে রান্না করি হলুদ লবনে,
আদা রসুন পিঁয়াজ মরিচের সনে।
তেঁজপাতা দারুচিনি এলাচ ফুঁড়ন,
মসলা তেলের সনে করি আয়োজন।
শুকনা কাষ্টে জ্বলছে চিতার আগুন,
আঁখি জলে হাড়ি ভর্তি বুকের গহণ।
আতপ চাউল কিনে মিশিয়ে মাখনে,
দুধ কলার প্রসাদ স্বামীর সামনে।


যষ্টি মধু পঞ্চরসে বাটনা সাজন,
প্রেমের আরতি ঢালা ভক্তির চন্দণ।
বক্ষস্থলে মধ্যভাগে জ্ঞানের বিশ্বাসে,
হৃদ আসনে বসাই কত ভালবেসে।
স্বামীর কৃপা হয়না  প্রসাদ গ্রহণে,
দুঃখের কথা আমি বলি কার সনে।