জন্ম যদি দিলে বিধি দায় নিতে হবে
দুঃখ কষ্ট বুকে নিয়ে বেঁছে আছে ভবে
ইচ্ছে জাগে মনে প্রানে কত কিছু আশা
ক্ষুধা তৃষ্ণা জ্বালা সয়ে নিত্য কাঁদা হাসা
পিতা মাতা ভাই বোন মায়া দয়া ভুলে
লোভে ডুবে স্বার্থ খুঁজে অন্ন বস্ত্র পেলে
সত্য মিথ্যা সুখ শান্তি চায় শুধু ভোগে
বিনা দোষে ভাঙ্গা গড়া ভালো মন্দ ত্যাগে


সৃষ্টি যদি ক্ষতি করে স্রষ্টা কেন চুপ
ন্যায় নীতি উচু নিচু রাজা প্রজা রুপ
জোর যার শক্তি তার সব কিছু ঠিক
সোজা যত বোকা তত ঠকে সব দিক
হুশ জ্ঞান দিয়ে যদি কথা কাজে পাপ
শ্রেষ্ট বলে ধোকা দিলে মৃত্যু অভিশাপ