অতি ভক্তি
শপথ


এক টুকরা মাংস কাকে পেয়েছিলো,
গাছের উপর বসে আনন্দে খাচ্ছিলো।
চতুর শিয়াল দেখে লোভ লেগে গেলো,
গাছের তলায় বসে কাককে শুধালো।
ও হে প্রিয় কাক তুমি অনেক সুন্দর,
তোমার সুরেলা কন্ঠ মিষ্টি সুমধুর।
কাক প্রশংসা শুনে মনের খুশিতে,
কা কা করে কাক গান লাগলো গাইতে।


মুখের মাংস পড়ে কাকের মাটিতে,
শিয়াল মাংস পেয়ে লাগল পালাতে।
বোকা কাক বুঝে নাই শিয়ালের ফাঁদ,
তাইতো সে উপবাসে কাঁদে দিন রাত।
দুষ্ট লোকের উদ্দেশ্য মিষ্ট করে বলা ,
আপন স্বার্থ উদ্ধারে ক্ষতি করে চলা ।