অস্থিত্ব হারিয়ে
শপথ


কবিতা হারিয়ে ছন্দ শব্দের ধূসর,
গান হারিয়ে সুর বেদনা বিদূর।
ফুল হারিয়ে গন্ধ শুকনো মলিন,
আনন্দ হারিয়ে মন পাথর কঠিন।
আকাশ হারিয়ে নীল দিগন্ত সীমায়,
সাগর হারিয়ে নদী খুঁজে মোহনায়।
পাহাড় হারিয়ে কাঁদে অশ্রু ঝর্ণাধারা,
জোসনা হারিয়ে চাঁদ জ্বেলে দেয় তারা।


ফাগুন হারিয়ে খুঁজে বসন্ত কোকিল,
শ্রাবণ হারিয়ে মেঘ শরত জটিল।
নাবিক হারিয়ে দিক হল দিশেহারা,
হৃদয় হারিয়ে আশা অবিশ্বাস ভরা।
প্রেমিক হারিয়ে প্রেম বিরহের সুর,
জীবন হারিয়ে আজ দুর বহুদূর।