অন্তরের ডাক
শপথ


সাথী আয় সুরে সুরে ডাকি শুধু তোকে,
মরণে আসব ফিরে       পৃথিবীর বুকে।
যাসনে এভাবে চলে     ভুল বুঝে দুরে,
সুখ পাখি চিরদিন       এ বুকের নীড়ে।
বিধি যদি প্রেম দিলে     মনের কুটিরে,
বিচ্ছেদের জ্বালা কেন কেঁদে কেঁদে মরে।
দুটি জীবন যখন          প্রেমের পাগল,
অবুঝ পৃথিবী বাধা           দুশমন দল।


চোখের জলে ভাসিয়ে    যেওনা আমায়,
অব্যক্ত কথার কলি       বেদনা লুকায়।
মনের দুয়ার খোলে   কোথা গেলে চলে,
অচিন দেশে পালিয়ে   কেন যাবে ভুলে।
ভালবাসা বাসা বাঁধে     এপারে ওপারে,
দুটি দেহে এক আত্মা    অন্তরে অন্তরে।