অঙ্গ জুড়ে
শপথ


অঙ্গে অঙ্গে আলিঙ্গনে থাকিব মিশিয়া,
শিরা উপশিরা জুড়ে হৃদের স্পন্ধন,
শ্বাস প্রশ্বাসে বিলীন অন্তরে গমন,
বুকের অতলে ডুবে গহীণে বসিয়া।
আঁখিতে দৃষ্টির আলো নয়নের মনি,
মধুর মুখের  ভাষা বল যত কথা,
তোমার অস্থিত্বে আমি মনে প্রাণে গাঁথা।
ছায়া রুপে নিত্য সঙ্গী হস্ত পদ খানি।


কোমরে রুপার বিছা বেঁধেছো যতনে,
সোনার নুপুর বাজে কোমল চরণে।
ওষ্ঠ পুটে মিষ্টি হাসি গালে ফোটে টোল,
হাতের কাঁকন বালা দুই কানে দুল।
কপালের লাল টিপ সেতো জানি আমি,
অঙ্গ জুড়ে ছাপা শাড়ী অপরুপা তুমি।