অভিমানি মন
শপথ


অভিমানি এই মন জানি না কখন,
তোকে নিয়ে দেখেছিল সুখের স্বপন।
সেই থেকে আজো আমি ভাবনাতে বসে,
ছুটে চলি তোর পিছু শুধু ভালবেসে।
তোকে হারানোর ভয়ে নিদ্রাহীন আঁখি,
নয়ন দৃষ্টি সীমায় অপেক্ষাতে থাকি।
হৃদয়ের লেনাদেনা  মিথ্যে এ ছলনা,
প্রতারণার খেলাতে হলেম অচেনা।


আমি কে আর তুই কে আগে কি পরে কি?
আছে কি আর রবে কি বুঝিনা বুঝিনা,
আমার মধ্যেই তুই তোর মধ্যে আমি,
আমার অস্থিত্ব ছাড়া তুইতো কিছুনা।
তোকে পেতে এ বাসনা জীবনে মরণে,
কল্পনার ছলে তুই অভিমানী মনে।