💘নারীর পরশ💘
     শপথ


গোলাপে গঠিত যেন ভিতর বাহির,
পুরুষ জাগ্রত হয় পরশে নারীর।
মিষ্টি হাসি, কন্ঠসুর, দৃষ্টির ভঙ্গিমা,
আহ্লাদে স্পর্শ যাদুর, কোথাও মহিমা।
রাক্ষসী কাল নাগিনী, ভয়ঙ্কর প্রাণী,
কামিনী যামিনী শক্তি, অমৃত মোহিণী।
প্রেয়সী রুপে জুড়ায়, ক্ষুধা বাসনার,
মাতৃরুপে শ্রেষ্টেত্বের, দাবী মমতার।


অর্ধাঙ্গী, সহধর্মিনী, পুরুষের পাশে,
জগতে পূর্ণতা নেই, সাধন সন্যাসে।
নারী ব্যতীত সাধুর, কিসে স্বিদ্ধি লাভ?
পৃথিবী পুস্পে সাজানো, নারীর স্বভাব,
অনবদ্য শিল্প সৃষ্টি, অনুপ্রেরণার,
নারীর পরশে  কাটে, জগতে আঁধার।