মশাল
শপথ


চারিদকে অন্ধকার দিশেহারা পথে,
পথিক বিভুল আজ জীবনের রথে।
দেখাতে পথের দিশা লন্ঠনের আলো,
পৃথিবীর বুকে সাধু কে আছে ভালো।
নিভাতে প্রদীপ শিখা হয়না অভাব,
আঁধারের কালো ছায়া প্রবৃত্তি স্বভাব।
নবীন আশার বাতি করে ঝল মল,
কেরোসিন তেল ঢেলে কে করে উজ্বল ।


আলোর প্রদীপ শিখা কাটাবে আঁধার,
জ্ঞান আলোকবর্তিকা সমাজে সবার।
নয়ন কুয়াশা কাটে দ্বীপ্তির ললাট,
অন্তরের দৃষ্টি খোলে বিবেক কপাট।
জ্ঞানী ব্যাক্তির নিকটে ক্ষমতা বিশাল,
সত্য ন্যায়ের বিজয়ে জ্বালায় মশাল।