মরণ রথ
শপথ


মৃত্যু বড় ভয়ানক কে পায় নিস্তার?
যমদুত প্রাণ কাড়ে মরণ সবার।
মৃত্যু কষ্ট যন্ত্রণায় বেহুশ মানুষ ,
দয়ার কৃপাতে কবে করেছে আপোষ?
বাঁচিবার স্বাধ থাকে যুগ যুগান্তর,
পৃথিবীতে কে রয়েছে কোথায় অমর?
ইতিহাস পাতা খুঁজে স্বাক্ষী নাহি পাবে,
কারো কভু স্বাধ নেই বাঁচিবার ভবে?


প্রতি জীব মৃত্যু স্বাধ করিবে গ্রহণ,
প্রভুর বিধান সদা রাখিবে স্বরণ ।
ইহকালে দান করে বাঁচার জীবন,
আখেরের শস্য ক্ষেত্র সুন্দর ভূবন।
উদিত ও অস্তমিত গুপ্ত গতি পথ,
জীবনের আরোহন মরণের রথ।