মরণ কথা
শপথ


দুই দিনের দুনিয়া পরবাসী মন,
বাঁচার লড়াই চলে একমাত্র পণ।
জন্ম মৃত্যু ভাগ্যলেখা বিধির লিখন,
নিজ হাতে যত্ন করে সৃজিল জীবন।
দিবানিশি ভুলে থাকি বন্দি মায়াজালে,
কিসের সন্ধানে ডুবি পাপের কবলে।
ধরণীর বুকে জানি আজব জীবন,
কেউ কারো নয় কভু ভূবনে আপন।


রুপ রঙে প্রেম রসে সাজানো স্বপন,
পাষাণ পৃথিবী ভাবি স্বাধের আপন।
ক্ষণস্থায়ী মরিচিকা দেহের যৌবন,
কেউ জানেনা কখন আসবে মরণ।
ধোকার ধান্ধাতে ফাকি কিসের কারণ,
মরণ কথা জীবনে হয়রা স্বরণ ।