মনুষ্যত্ব
শপথ


জাত ধর্ম বর্ণ গোত্র মানুষের কর্ম,
স্বার্থ ত্যাগের মহিমা মনুষ্যত্বে মর্ম।
ভাল মন্দ সত্য মিথ্যা নয় প্রথা দ্বারা,
ন্যায় অন্যায় পার্থক্য বিবেকের তাড়া।
পাপ পূণ্যে মনুষ্যত্ব উত্থান পতন,
বাক্য কর্মে ব্যবহারে ঘটে প্রস্ফুটন।
কল্যান মঙ্গল পথে তপস্যা সাধন,
হিংসা বিদ্বেষ ত্যাগে সাফল্য অর্জন।


মানবতা বাদ দিয়ে উর্ধ্বে অন্য কিছু,
নিঃসন্দেহে জানিবে মনুষ্যত্বে শত্রু।
পুরুষের মনুষ্যত্ব বিকে সর্বহারা,
নারীতে সতীত্ব চাহে হায়া লজ্জা ছাড়া।
ব্যক্তি স্বার্থ বিসর্জনে হয়ে পথভ্রষ্ট,
মনুষ্যত্বের সাধনা জীবনের শ্রেষ্ট।