📱অর্থ📱
  শপথ


জীবনের প্রয়োজনে ,অর্থ উপার্জন,
অর্থে কুলষিত হয়, মানুষের মন।
চাহিদার অতিরিক্ত, অর্থ যদি থাকে,
সুখ শান্তি নষ্ট করে, দ্বিদ্ধা দ্বন্দে ভোগে।
প্রয়োজনে তুলনায় ,কম যদি পড়ে,
অভাবে স্বভাব নষ্ট ,অপকর্ম করে।
সমাজ রাষ্ট্রের যত, বাঁধে গন্ডোগোল।
ছিনতাই ,চুরি, খুন, অনর্থের মূল।


পিতা পুত্রের সম্পর্ক, ফাটল ধরায়,
পরিবারে স্বামী স্ত্রীর, ঝগড়া বাড়ায়।
অর্থের নেশায় অন্ধ ,খুন করে ভাই,
অর্থ ব্যতীত বাঁচার ,কোন পথ নাই।
অর্থের জন্য বিবেক, নয় বিসর্জন,
সৎপথে রোজগারে, আয় উপার্জন।