মন সওদাগর
শপথ


হরেক রঙে বসেছে মেলার বাজার,
কত কি তামাশা আছে দেখিতে বাহার।
পুতুল নাচ সার্কাসে রঙে ঢঙে ঘুরি
কেউ করে খোলামেলা কেউ চুপিসারি।
জুয়ারীর কোর্ট বসে ছক্কা পাঞ্জা খেলা,
তিন তাসের খেলাতে ডুবে দেখ বেলা।
নানা কাজে আজে বাজে করে অবহেলা,
দিন ফুড়িয়ে ভাঙ্গিল এই ভব মেলা।


সাধু গুরু মুনী ঋষী গাছ তলে বসে,
ভাল মন্দ বেচা কিনি করে দেখ হেসে।
আকাশের কোণে মেঘ ঘুর্ণিঝড় ভারী,
পথে আস খেলা ছেড়ে ঘাটে বাঁধা তরী।
ও মন সওদাগর থাকিতে সময়,
বাণিজ্যে সওদা কর  রোজ বেলা বয়।