সুন্দর পৃথিবীর বুকে থাকিতে মহাসুখে
জীবন বাঁচার অসুখে হলাম পেরেশান
হায় ভুলে গেলাম আমি মেহমান


জন্ম নিলাম একা কত মানুষ দিল দেখা
হাসি খুশির আনন্দ জোয়ার
পিতা মাতা ভাই বোন আরো আত্মীয় স্বজন
আমি যেন এলাম উপহার
কোলে পিঠে রাখে মোরে আদর সোহাগ করে
স্বীকার করে দিল একটু ভালোবাসার স্থান
ভুলে গেলাম আমি মেহমান


দিনে দিনে বড় হলাম শিশুকাল হারালাম
যৌবনে দিয়াছিলাম পা
মুক্ত স্বাধীন আমি কাটাইতে দিবস যামী
চিন্তা ভাবনা মনে গাঁথা
দেহে বাড়ে শক্তি সাহস হইয়া গেলাম বেহুশ
বেপরোয়া জীবন যাপন হলোনা সাবধান
ভুলে গেলাম আমি মেহমান


কেল এলাম ধরণীতে চাইনা আমি জানিতে
বিদ্যা শিক্ষার হুশ জ্ঞান অর্জন
গুরুজনের শাসন বারন মানা কি প্রয়োজন
ভয় ভীতি করে প্রদর্শণ
যা খুশি তাই করব ভাবি আমার ইচ্ছায় দিলাম চাবি
সমস্যা বাড়াইলাম সবি নাই সমাধান
ভুলে গেলাম আমি মেহমান


রঙ্গ রসে ভোগ বিলাসে শান্তি খুঁজি দেশ বিদেশে
সন্ধান করে সম্পদের খনি
টাকা পয়সা বাড়ি গাড়ি ঝাক ঝমক মহল গড়ি
হালাল হারাম ভেদ না মানি
পাপ পূণ্যের হিসাব নিকাশ করলেনা কভু বিশ্বাস
নিত্য মিলায় তবুও লাভ লোকসান
ভুলে গেলাম আমি মেহমান


জোর জুলুম অত্যাচারী ন্যায় নীতির বাটপারি
সত্য মিথ্যা কথার বিচার নাই
স্বার্থ লোভের স্বভাবে চাহিদার বড় অভাবে
আপন কর্মের জবাব কি চাই
অধিকারের ষোল আনা দায়িত্ব পালনে কানা
আপন মানুষ পর এইতো ব্যবধান
ভুলে গেলাম আমি মেহমান


মান মর্যাদার অহংকারে মেহমান জগত জুড়ে
চির তরে করতে চায় দাবী
ক্ষণিকের এই খেলাঘরে ভালো মন্দ নির্বিচারে
বেলাশেষে ঠিকানা হারাবি
জন্মিলে মরিতে হবে অমর কে কোথায় কবে
মিছে কেন ভাবলি শুধু অপমান
ভুলে গেলাম আমি মেহমান


বিদায় কালে তোর আর্তনাদ শুনবে কে ফরিয়াদ
সুপারিশে নিবে কে জামিন
ডাকবে যেদিন পরোয়ারে মেহমান আয়রে ফিরে
শোধিতে তোর জীবনের ঋণ
কত কিছু থাকবে বাকি খাটবেনা কোন চালাকি
রচনা টুটুলের এই গান