মায়ের সম্মান
শপথ


মাকে কভু কষ্ট দিয়ে করিস না ভুল,
মায়ের কষ্টে নারাজ আল্লাহ রাসুল।
মাতৃদুগ্ধে ঋণী ভবে আদম সন্তান,
পরিশোধ হয়না যে শ্রেষ্ট অবদান।
কত কষ্টে সহ্য করে লালনে পালনে,
অকৃতজ্ঞ বড় হয়ে অধম সন্তানে।
বিফল হয়না দুয়া মা তুলিলে হাত,
ফেরেস্তার অভিশাপে হবে বরবাদ।


অবহেলা অসম্মানে হলে অপমান,
জাহান্নামের অনলে দগ্ধ অবসান।
বুখারীর বর্ণনাতে বলেন রাসুল,
সন্তানে জান্নাত মিলে মাতৃ পদতল।
তাকালে মায়ের দিকে শুধু সুনজরে,
কবুল হজ্জের নেক দেন পরোয়ারে।