মাটির ঘর
শপথ


শান্তি সুখের আশ্রয় দালান কুটির,
ইট পাথরের তৈরি মহল প্রচীর।
ইমারত অট্টালিকা আলিশান নীড়,
চিরস্থায়ী বসতির ঘর যে মাটির।
ডানে বামে শুধু মাটি নিচে ও উপরে,
চারপাশের দেয়াল থাকবে আঁধারে।
আত্মীয় স্বজন কেহ সঙ্গী থাকবেনা,
শয়নে অসাড় দেহ মাটির বিছানা।


আঁধারে সঙ্গীবিহীন মানব জীবন,
সুখ দুঃখের সাথী কে হবে আপন?
ঈমানের দ্বীপ্ত শিখা আলোক বর্তিকা,
নেক আমলের পূণ্য জ্বলে দ্বীপান্বীতা।
আপন হাতে সাজাও সমাধি কবর,
নামায রোজা যাকাতে মাটির সে ঘর।