মানিক রতন
শপথ


মানিকে মানিক চিনে রতনে রতন,
জহুরীর হাতে থাকে সঠিক যতন।
চিক চিক করে বালি কিরণে রবির,
সোনা ভেবে ভুল বুঝে কুঁড়াতে অস্থির।
পিতলের ধাতু দিয়ে গড়িয়ে গহনা,
হাতের কাঁকন বালা অঙ্গতে পড়েনা।
ক্ষুদ্র মুক্তার দানায় নাকের নোলক,
ময়লা আবর্জনাতে কারিবে পলক।


পথে ঘাটে ধূলি মাঝে করে অনুসন্ধান,
অমূল্য রতন মিলে রয়েছে প্রমাণ।
ভাল মন্দ ন্যায় নীতি আসল নকল,
রাজার রাজ্য হারায় প্রাসাদ মহল।
জীবন মহা সঙ্কটে ঠিকানা অজানা,
জ্ঞানীর নিকট জ্ঞান মূল্য ষোল আনা।