লোভ
শপথ


লোভে সৃষ্টি কাম ক্রোধ মোহে ক্ষতি হয়,
পাপের মূল কারণ নেই সংশয়।
শান্তিসুখে মহাশত্রু অশান্তি জগতে,
রাজা প্রজার শত্রুতা লড়াই শক্তিতে।
বিবেক বুদ্ধি বিলুপ্ত অন্ধ দৃষ্টি শক্তি,
বর্বরতা হত্যাযজ্ঞে পাপে নাই মুক্তি।
লোভের তৃষ্ণা পিপাসা কভু নাহি মিটে,
জঘণ্য নিকৃষ্ট যত কর্মকান্ড ঘটে।


মনে ঈর্ষার অনল লোভ করে বাস,
জ্ঞান বুদ্ধি বিসর্জনে সদা সর্বনাশ।
অপকর্ম অপরাধে দল বেঁধে হানা,
বিবেক বোধের কথা লোভ দেয় মানা।
কুলষিত মনে লোভ ধোকা দেয় নিত্য,
লোভে পাপ পাপে মৃত্যু চিরন্তণ সত্য।