🎓 কবির কথা 🎓
শপথ


কবির মনের যত এলো মেলো কথা,
পাঠক হৃদয়ে মুগ্ধ সুন্দর কবিতা।
হঠাৎ কোন বৈশাখী উদাসী বিকেলে,
অঝোড় বৃষ্টিতে কোন শ্রাবণ সন্ধ্যায়,
ফাগুনে কুসুম বনে বসন্ত বেলায়,
উদাসীর আনমনে আঁখি ছলছলে।
কবিতা পড়ে হারায় স্মৃতির পাতায়,
বিরহের জ্বালা ভুলে সুখ খুজে পায়।


পাঠকবৃন্দ কবিকে বুকের গহীনে,
ভালবাসা উৎসাহ পাথেয় জীবনে।
কবিতার ছন্দগুলো ফুটে সূর্য্যমুখী,
অন্ধ বিবেক জাগ্রত কবি হয় সুখী।
কবির হৃদয় শুধু থাকে অপেক্ষায়,
পাঠকের ভক্তি শদ্ধা মর্যাদা কুঁড়ায়।