কবিদের মন
শপথ


কবিতা লিখতে বসা কবিদের মন,
হৃদয়ের দৃষ্টিতে দেখে বন্ধ দুনয়ন।
ভাবনায় বসে বসে ধ্যানের সাগরে,
অপূর্ব শব্দ ভান্ডার কাব্য তৈরি করে।
ধর্ম কর্ম বাস্তবতা থাকে রসিকতা,
আবেগে প্রকাশ করে জীবনের কথা।
অনুভবে প্রস্ফুটিত প্রেম ভালবাসা,
অনুরাগে অভিমানে খুঁজে কাঁদা হাসা।


আবেশে ছড়িয়ে দেয় কলমের কালি,
অনবদ্য সৃষ্টি করে জাত কুল ভুলি।
লেখাগুলো স্থান পেতে বিবেকের মাঝে,
ভালমন্দ উপলব্দি মিল রাখে কাজে।
অন্যায়ের প্রতিবাদে লড়াকু নির্ভীক,
সত্য মিথ্যা ন্যায় নীতি আদর্শ প্রতীক।