কবি পাঠক
শপথ


কথার মুঞ্জুরী সাজে কত ছন্দ মালা,
পাঠক হৃদয়ে মিটে  বিরহের জ্বালা।
লেখনিতে তীক্ষ্ণ শক্তি বুকে কত আশা,
উত্তপ্ত সাহারা মরু তৃষ্ণার্ত পিপাসা।
জনতার অধিকারে আন্দোলন লেখা,
জাগ্রত বিবেক হয় অণির্বান শিখা।
জীবনের হাসি কান্না  দুঃখ সুখের,
কবিতার কাব্য রস সুধা পাঠকের।


কঠিন পাথরে মূর্তি  শীতল হৃদয়,
পাঠকের আক্রমনে কবি ভিতু নয়।
সত্য ন্যায়ের প্রতীভা কলম সম্বল,
ধ্যানে জ্ঞানে বুঝে নিলে জীবন সফল।
হৃদয়ের কথাগুলো বলিতে ব্যাকুল,
কবিকে বুঝেনা কেউ শুধু বুঝে ভুল।