কেমন মুসলমান
শপথ


লা ইলাহা ইল্লাল্লাহ   পবিত্র কালেমা,
পাঠ করলেই বুঝি  পেয়ে যাবে ক্ষমা।
ভালো মন্দ সত্য মিথ্যা নেই ব্যবধান,
শরীয়তের আইন      না মেনে বিধান।
আদায়ে নামাজ রোজা যাকাত প্রদান,
মুমিন মুসলমানে        হজ্জ কুরবান।
উপার্জনে ভেদ নেই   হালাল হারাম,
দাবীতে মুসলমান       ধর্ম ইসলাম।


আল্লাহর ইবাদত         নবীর সুন্নত,
পালন না করে হবে   আদর্শ উম্মত।
কুরআনের আলোতে খুজে সমাধান,
ইহকালে পরকালে     মর্যাদা মহান।
প্রশ্ন করে দেখ নিজে কোথায় ঈমান,
কেমন মুসলমান       তুমি ইনসান।