জীবনের ফাঁকি
শপথ


ধরণীর বুকে মত্ত  খাও ডিগবাজী,
প্রভুর নাম স্বরণে  হইলেনা রাজী।
মহজনের চালান আত্মসাৎ করে,
সুদসহ মুলধন  দেনাদার পরে।
অপরিশোধে গোপনে আড়ালে পালিয়ে,
ভেবেছ খুঁজ পাবেনা থাকবে লুকায়ে।
কারিগর বসে বসে ঘুড়ি তৈরি করে,
নাটাই হাতে টানবে শক্ত সুঁতা ধরে।


তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও,
জীবনের গান পাখি একবার গাও।
পলকে হবে হতাশ সত্য মিথ্যা মন,
দুর্লভ আত্মপ্রকাশ সুপথ দর্শন।
নিঃশ্বাসের বিশ্বাস আছে কি বল?
মানব জীবন কেন? হইবে বিফল।