জীবনের আশ্রয়
শপথ


হাজার বছর ধরে হাটিতেছি পথে,
নিশিথের অন্ধকারে ধূসর জগতে।
অনেক মূহুর্ত আমি করিতেছি ক্ষয়,
বুঝিনি মূল্য কখনো  ঘড়ির সময়।
জীবনের চারিদিকে সমূদ্র সফেন,
চুকিয়ে ক্লান্ত পথিক সব লেনদেন।
পৃথিবীর রঙ মুছে নিভেছে প্রদীপ,
কুয়াশার আবরনে নয়নের দ্বীপ।


পাখির নীড়ের মত ডালে বাঁধি বাসা,
কারুকার্যে ইমারত জীবনের আশা।
সুখের অট্টালিকায় গড়িতে মহল,
শান্তির আনন্দে জাগে প্রাণে কোলাহল।
পান্ডুলিপি রচনাতে গন্তব্য নির্ণয়,
অনন্ত অজানা পথে জীবনে আশ্রয়।