সাগরের ঢেউ আজ এসেছে যে তীরে,
বাতাসের কানে কানে ভ্রমরে গুন্জন,
কাননে কুসুম দোলে কি অভিনন্দন,
নীড়হারা পাখিগুলো সুখি ফিরে নীড়ে।
সাঁঝের প্রদীপ জ্বলে তুলসী তলায়,
ঝিঁঝিঁপোকার আলোতে আধাঁর পালায়।
মরিচিকা আলেয়ার মোহে ছুটে মন,
তুমি আসবে বলেই এতো আয়োজন।


হারানো দিনের মত হারিয়ে ফেলেছি,
ফেরারি আসামি হয়ে পালিয়ে রয়েছি।
নিঃশ্বাসে অনুভবে তোমাকে চেয়েছে,
বাঁধিলাম খেলাঘর আশা গুলো মিছে।
হৃদয়ের সীমানায় বেঁধেছি যে তারে,
যেদিন আসবে ফিরে স্বপ্ন সত্যি করে।