হঠাৎ সে সন্ধ্যা
শপথ


জীবন সীমান্তে এসে      বুকের আড়ালে,
হৃদয় বীণাতে প্রিয়া     সুরে ছন্দ তোলে।
হারানো দিন হঠাৎ       ডাকে হস্ত দিয়ে,
স্মৃতিগুলো দেখি নিচু    মাথাতে দাড়িয়ে।
অপরাধী হয়ে শুধু        দেখে ভয়ে ভয়ে,
সুখের সে স্পর্শগুলো      মলিন শুকিয়ে।
আবেগের কথাগুলো       নবীন হাসিতে,
হৃদয়ের আঙ্গিনায়          নাচিল খুশিতে।


সাঝের প্রদীপ খানি       নিভু নিভু জ্বলে,
যোগদান করে ছিনু       জোনাকির দলে।
গোপনে চুপিসারে  ঐ -    তুলসী তলায়,
পিপাসার নিবারণ             অতৃপ্ত সুধায়।
আজোও সেই সন্ধ্যার       ফের আগমন,
মনে পড়ে বাহুডোরে        উষ্ণ আলিঙ্গন।