হারজিত
শপথ


পক্ষ বিপক্ষে বিভক্ত জীবনের খেলা,
জয়ের নেশায় মত্ত হল আত্মভোলা।
পরাজিত পরাভুত প্রস্তুত সবাই,
দন্ধ প্রতিযোগিতার কঠিন লড়াই।
আঘাত পাল্টা আঘাত করবে ঘায়েল,
শত্রু দুশমন আজ খতমে কতেল।
প্রতিদন্ধী না থাকিলে মাঠে ময়দানে,
পরীক্ষার ফলাফল নির্বাচনে মানে।


কে প্রথম কে দ্বিতীয় শুধু ভাবা মিছে,
জয় পরাজয় ভুলে ডাক তারে কাছে।
মানুষের জন্য সদা সত্য পরিচয়,
জয়ী পরাজয়ী সম ভিন্ন কিছু নয়।
দশে মিলে করি কাজ নাহি কোন লাজ,
হারজিত চিরদিন মানুষে বিরাজ।