দারিদ্র
শপথ


(কবিতাটিতে নজরুলের নাম ব্যবহারে কেউ
ভুল বুঝবেন না)


দারিদ্রের যন্ত্রণাতে    মরে ধুকে ধুকে,
দরিদ্র ব্যক্তি ভবে কে আছে মহাসুখে।
দারিদ্রকে ভালবেসে কে ভাবে আপন,
ব্যথার পরমাত্মায়      সঙ্গীতে জীবন।
অভাবে স্বভাব নষ্ট      কণ্টক মুকুট,
অঙ্কুরে প্রতিভা লুপ্ত   দারিদ্রের চোট।
দারিদ্রের কষাঘাতে    কবি নজরুল,
কাঙ্গালের বেশে পেল   জীবনের মূল।


নির্মম দরিদ্র করে     আশা নিঃশেষ,
জীবনের মাধুর্য্যকে     সর্বহারা বেশ।
দারিদ্রতা অধিকার  দেহ মাঝে করি ,
যদিও দরিদ্র হই        কৃতাঞ্জলী হরি।
হে দারিদ্র তুমি সত্যি  করেছো মহান,
ত্যাগের মহিমা শিক্ষা  দারিদ্রের দান।