চোরাকাঁটা  
শপথ


পুরানো স্মৃতির ক্ষতে আহত হৃদয়,
মনের দুয়ার খোলে স্বরণে প্রণয়।
চিতার অনল বুকে দহণ জ্বালায়,
সাত পাকে বাঁধা সুখ কষ্ট বেদনায়।
মরণের সহযাত্রী অতৃপ্ত বাসনা,
জীবনের আশা শুধু বিরহ যন্ত্রণা।
অপবাদের অঞ্জলী প্রেম উপহার,
ফুলশয্যার পালঙ্ক কলঙ্ক নিন্দার।


বেদনার চোরাবালি বিশ্বাসের তীরে,
হতাশার বালুচর হৃদয়ের নীড়ে।
চারিদিকে নিরাশার কুয়াশা চাদর,
কষ্টের পাহাড় বুকে স্নেহের আদর।
মরি আমি ভালবেসে অদ্ভুত প্রেমের,
বিরহের চোরাকাঁটা বিধেঁছে সুখের।